ছেলেবেলা
কেন রাজনীতিতে যোগদান?
একজন রাজনীতিবিদ হিসেবে আমার জীবন
১৯৯৪ সাল থেকে ২০১৩ সাল—টানা প্রায় দুই যুগ আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন, ১৯৯১ সালের আগে আমাদের এই বাড্ডা ছিল উন্নয়নবঞ্চিত এক জনপদ; এখানে বিল্ডিং পারমিট, গ্যাস, পানি বা বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়েছিলেন এই এলাকার চেহারা পাল্টে দেবেন। সেই প্রতিশ্রুতি আর আপনাদের ভালোবাসাকে সম্বল করে আমার নেতৃত্বে বাড্ডার ১৩৮৫ একর জমি অবমুক্ত হয়। ঘরে ঘরে পৌঁছে দেই গ্যাস, পানি ও বিদ্যুৎ। পরিকল্পিত নগরায়নের লক্ষে প্ল্যান মাফিক বাড়িঘর নির্মাণ শুরু হয়। এমনকি অপরিকল্পিত আবাসন ব্যবস্থার কারণে যারা জমি কিনে নিঃস্ব হওয়ার পথে ছিলেন, তাঁদের পুনর্বাসনের জন্য আমি দুই কাঠা করে জমির ব্যবস্থাও করে দিয়েছি। চলাচলের সুবিধার্থে বাড্ডার সংকীর্ণ অলিগলিগুলো প্রশস্ত করেছি এবং ২০০৪ সালে বাড্ডা লিংক রোড বাস্তবায়ন করেছি। শিক্ষার আলো ছড়াতে ১৯৯৬ সালে বাড্ডা হাই স্কুল এবং মহানগর মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আমার স্বপ্ন ছিল একটি আধুনিক ও শিক্ষিত বাড্ডা গড়ে তোলা।
